সালাত/নামায/ নামাজ হল ইসলাম ধর্মের সর্বোচ্চ খুঁটি( সর্বকৃষ্ট ইবাদত) , ফরজে আইন । প্রতিদিন ৫ ওয়াক্ত (নির্দিষ্ট নামাযের নির্দিষ্ট সময়) নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক বা ফরজ।
পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করা হয়েছে, 'নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে রক্ষা করে' (সূরা আনকাবুত : ৪৫)।
যারা নামাজ পড়ে কিন্তু নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে না, তাদের নামাজ তাদেরকে পৃথিবীতে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে না, আখেরাতেও দোজখের আজাব থেকে রক্ষা করবে না।
ইসলামে নামাজ ফরয হওয়ার জন্য শর্তগুলো হলোঃ-
১) মুসলিম হওয়া
২)সাবালক হওয়া এবং
৩)সুস্থ মস্তিস্কের হওয়া।
নামাজের (শর্তবলী সমুহ ) -
১) নামাজের ওয়াক্ত সম্পর্কে নিশ্চিত হলে। অনিশ্চিত হলে নামাজ হবে না, যদি তা ঠিক ওয়াক্তেও হয়।
২) কাবামুখী হয়ে দাঁড়ানো। তবে অসুস্থ এবং অপারগ ব্যক্তির জন্য এই শর্ত শিথিলযোগ্য।
৩) সতর ঢাকা থাকতে হবে। পুরুষের সতর হল নাভির উপর থেকে হাঁটুর নিচ (টাখনুর উপরে) পর্যন্ত, আর নারীর সতর হল মুখমণ্ডল, দুই হাতের কব্জি ও দুই পায়ের পাতা ব্যতীত সারা শরীর।
৪) পরিধেয় কাপড়, শরীর ও নামাজের স্থান পরিষ্কার বা পাক-পবিত্র হতে হবে।
৫) অযু, গোসল বা তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে।
নামাযের আহকামসমুহঃ
শরীর পবিত্র হওয়া।
কাপড় বা বস্ত্র পবিত্র হওয়া।
নামাজের জায়গা পবিত্র হওয়া।
সতর ঢেকে রাখা।
কিবলামুখী হওয়া।
ওয়াক্তমত নামাজ আদায় করা
নামাজের নিয়্যত করা।
নামাযের আরকানসমুহঃ
তাকবীরে তাহরীমা (আল্লাহু আকবার) বলে নামাজ শুরু করা।
দাঁড়িয়ে নামাজ পড়া।
সুরা ফাতিহার সাথে কুরআন পড়া।
রুকু করা।
দু্ই সিজদা করা।
শেষ বৈঠক করা।
সালামের মাধ্যমে সালাত শেষ করা।