Categories

Pages

Links

মৃত্যুকে ভয় করুন

মৃত্যুকে ভয় করুন, খালি হাতে দুনিয়াতে এসেছিলেন আবার সেই খালি হাতেই চলে যাবেন। সদা প্রস্তুত থাকুন, মৃত্যু আপনার সামনেই দাঁড়িয়ে।প্রত্যেকেরই মৃত্যুর সময় নির্ধারিত। এটা এক সেকেন্ডও এদিক-সেদিক হবে না। কখন মৃত্যু আসবে, মানুষ জানে না।

আল কোরআনের সুরা আল ইমরানের ১৮৫ আয়াতে বলেন, 'কুল্লু নাফসিন যাইকাতুল মাউত।' অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।

আল কোরআন মজিদে (সুরা জুমা) বলা হয়েছে- হে নবী, আপনি বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, সেই মৃত্যু অবশ্যই তোমাদের কাছে পৌঁছবে। অতঃপর তোমরা অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। আর তিনি তোমাদের জানিয়ে দেবেন তোমাদের সেসব কর্ম, যা তোমরা দুনিয়াতে করতে (সুরা জুমা-৮)।

সাহাবিরা মৃত্যুকে স্মরণে হাউমাউ করে কাঁদতেন।

মরলে আবার নিশ্চিত জন্মাতে হবে। জন্ম যখন হয়েছে। তখন মৃত্যুও আসবে। মৃত্যুকে অতি নিকটবর্তী জানবেন। মৃত্যুকে স্মরণ মানুষকে -

  • পাপকর্ম থেকে বাঁচায়।
  • আল্লাহর নির্দেশিত পথে চলতে সহায়তা করে।
  • মনকে নরম করে।
  • ইবাদতে আসে একনিষ্ঠতা।
  • মৃত্যুর স্মরণে মনটা কেঁপে ওঠে
  • আল্লাহপ্রেমে মশগুল মানুষমাত্রই মৃত্যুর স্মরণে ভীত
  • পরকালের পাথেয় সংগ্রহে তৎপর হবে

আল্লাহ আমাকে ও সবাইকে ঈমানী মৃত্যু নসীব করুন।

1 মাইকেল জ্যাকসন এর মতো বিখ্যাত ব্যাক্তি

মৃত্যুকে স্মরণ মানুষকে পাপকর্ম থেকে বাঁচায়। আল্লাহর নির্দেশিত পথে চলতে সহায়তা করে। মনকে নরম করে।

মৃত্যুকে ভয় করুন, আল্লাহর ইবাদত করুন, পরকালের জন্য প্রস্তুত নিন