Categories

Pages

Links

ইসলামের পথ(আলোর পথ)

  • ইসলাম
  • September 14, 2020

ইসলামি জীবনব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ, পূর্ণাঙ্গ ও কল্যাণময় জীবনব্যবস্থা। ইসলামই একমাত্র জীবনব্যবস্থা, যা শান্তি ও নিরাপত্তা, ইনসাফ ও আদল প্রতিষ্ঠা করে।


ইসলামী জীবন ব্যবস্থাই একমাত্র সঠিক জীবন ব্যবস্থা। আল্লাহ তায়ালার সঠিক পথ।মানবজাতীকে পথ প্রদর্শনের জন্য তিনি যুগে-যুগে অনেক নবী-রাসূল, আসমানী কিতাব এবং নিদর্শন পাঠিয়েছেন । ইসলামে প্রধান ধর্মগ্রন্থ হলো পবিত্র কুরআন যা স্বয়ং আল্লাহর বানী; আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ (২৯ আগস্ট ৫৭০- ৮ জুন ৬৩২) এর কথা, কাজ ও মৌনসম্মতিকে সুন্নাহ বলা হয় যা হাদীস নামে লিপিবদ্ধ রয়েছে।

ইসলামের মূল ভিত্তি কুরআন ও সহীহ হাদিস অনুযায়ী ইসলামে কোন দল বা সম্প্রদায় নেই। সকলের পরিচয়ই হবে মুসলমান এবং জীবন পরিচালনার ভিত্তি হবে এই দুটিই। কিন্তু কিছু মুসলমান কুরআন ও সহীহ হাদিসের শিক্ষা থেকে দূরে সরে গিয়ে নিজেদেরকে বিভিন্ন দলে ভাগ করেছে, যা ইসলাম সমর্থন করে না।

1 কার মরণ কখন যে হয় কেউ বলতে পারে না

আমরা দ্বীনের পথে চলি,আল্লাহ মৃত্যর আগে আমরা যেন সঠিক পথে থেকে ঈমান নিয়ে মৃত্যু বরন করতে পারি সেই তৌফিক দিও।মাশাল্লাহ সত্যি অসাধারণ একটি গজল, সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যখনই আমাদের মৃত্যু দান করেন যেন ঈমানের সহিত দান করেন। আমিন।